লক্ষ্মীবাজারস্থ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গালর্স স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো পৌষের পিঠা পুলি  উৎসব ও প্রতিযোগিতা

গত ১৬ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে পুরানো ঢাকার লক্ষ্মীবাজারস্থ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গালর্স স্কুল এন্ড কলেজে  মহাসমারোহে অনুষ্ঠিত হল পৌষের পিঠা পুলি  উৎসব ও প্রতিযোগিতা ।

প্রথমে সকাল ৮ টা সময় পিঠা মেলা, ফিতা কেটে শুভ উদ্বোধন করেন  অত্র প্রতিষ্ঠানের অধক্ষ্য সিস্টার নিলূ মৃ আরএনডিএম, স্কুলের সভাপতি ফাদার ডনেল ক্রুশ সিএসসি , সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজের অধক্ষ্য ব্রাদার উজ্জ্বল পেরেরা এবং সহকারী অধক্ষ্য  সিস্টার গ্রেসী গমেজ আরএনডিএম ও অন্যান্য সিস্টারসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকমণ্ডলী ।

এই পিঠা পুলি  উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বর্তমান শিক্ষার্থীগণ। প্রতিবছর পিঠা উৎসব আয়োজন করা হলেও এই বছরই প্রথমবারের মত পিঠা পুলি উৎসব ও প্রতিযোগিতায় একই সাথে আয়োজন করা হয়েছে।

এই পিঠা পুলি উৎসবে দুই  ধাপে এই উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে  ১১টা  পযর্ন্ত একটি দল এবং ১১টা থেকে ১২:৩০ পযর্ন্ত পর্যায় ক্রমে এই পিঠা মেলা অনুষ্ঠিত হয়। 

গত ১৬ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখে পুরানো ঢাকার লক্ষ্মীবাজারস্থ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গালর্স স্কুল এন্ড কলেজে  মহাসমারোহে অনুষ্ঠিত হল পৌষের পিঠা পুলি  উৎসব ও প্রতিযোগিতা ।

প্রথমে সকাল ৮ টা সময় পিঠা মেলা, ফিতা কেটে শুভ উদ্বোধন করেন  অত্র প্রতিষ্ঠানের অধক্ষ্য সিস্টার নিলূ মৃ আরএনডিএম, স্কুলের সভাপতি ফাদার ডনেল ক্রুশ সিএসসি , সেন্ট গ্রেগরী স্কুল অ্যান্ড কলেজের অধক্ষ্য ব্রাদার উজ্জ্বল পেরেরা এবং সহকারী অধক্ষ্য  সিস্টার গ্রেসী গমেজ আরএনডিএম ও অন্যান্য সিস্টারসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষকমণ্ডলী ।

এই পিঠা পুলি  উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বর্তমান শিক্ষার্থীগণ। প্রতিবছর পিঠা উৎসব আয়োজন করা হলেও এই বছরই প্রথমবারের মত পিঠা পুলি উৎসব ও প্রতিযোগিতায় একই সাথে আয়োজন করা হয়েছে।

এই পিঠা পুলি উৎসবে দুই  ধাপে এই উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে  ১১টা  পযর্ন্ত একটি দল এবং ১১টা থেকে ১২:৩০ পযর্ন্ত পর্যায় ক্রমে এই পিঠা মেলা অনুষ্ঠিত হয়।