পবিত্র বাইবেল থেকে পাঠ

বাইবেল পাঠের মধ্য দিয়ে ঈশ্বর নিজেই ভক্ত শ্রোতাকে তাঁর বাণী শুনিয়ে তাঁর কাছে মানব পরিত্রাণের মর্মকথা স্পষ্ট করে তোলেন। খ্রীষ্টবাণী যেখানেই পড়ে শোনানো হয়, সেখানেই প্রভু যীশু নিজে তাঁর সেই বাণীর গুণে উপাসকদের মধ্যে উপস্থিত হন। এই বিশ্বাস নিয়েই খ্রীষ্টমণ্ডলী খ্রীষ্টযাগের সময় ভক্তদের সামনে তুলে ধরেন শুধু খ্ৰীষ্টপ্রসাদ নয়, ঐশ বাণীর আধ্যাত্মিক অন্নও। আসলে ঐশ বাণী ও খ্রীষ্টপ্রসাদ তখন ভিন্ন ভিন্ন পথ দিয়ে একই ঐশ জীবনধারা আমাদের অন্তরে প্রবাহিত করে।

খ্রিস্টভক্ত হিসাবে আমাদের উচিত নিয়মিত ভাবে এই বাণী পাঠ গুলো শোনা ও অন্যের মধ্যে তা শেয়ার করা। তাই নিয়মিত ভাবে পবিত্র বাইবেল পাঠ গুলো শুনুন ও শেয়ার করুন। 

উপস্থাপনায় : রিচি চিসিম
সম্পাদনায় : রিপন আব্রাহাম টলেন্টিনু

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন । 
Facebook: http://facebook.com/veritasbangla
YouTube: http://youtube.com/veritasbangla
Twitter:  https://twitter.com/banglaveritas
Instagram: http://instagram.com/veritasbangla