প্রভু তোমার চরণ ধূলি আমার এই জীবনের সার | ভক্তিগীতির আসর
প্রভু তোমার চরণ ধূলি আমার এই জীবনের সার (।।)
(তোমার) আশীষ নিয়ে হবো আমি
আশীষ নিয়ে হবো আমি, ভব সিন্ধু পার।
প্রভু তোমার চরণ ধূলি আমার এই জীবনের সার (।।)
অচিনপুরের যাত্রী আমি
কূল যে না পাই বৃথায় ভ্রমি (।।)
শ্রীমুখ তোমার নীল দরিয়ায় (২)
ভাসাও বারে বার, করো ভব সিন্ধু পার।
প্রভু তোমার চরণ ধূলি আমার এই জীবনের সার (।।)
তোমা বিনা জগত বন্ধু, আধার ভরে রয়,
কেমনে গো ভাসাই তরী, বুক ভরা সংশয় (২)
মন্ত্র তোমার অভয়বাণী, নিত্যকালের সঙ্গী জানি (২)
দূর দিগন্তে থেকেও তুমি (২)
প্রান করো সঞ্চার, করো ভব সিন্ধু পার
প্রভু তোমার চরণ ধূলি আমার এই জীবনের সার (।।)
(তোমার) আশীষ নিয়ে হবো আমি
আশীষ নিয়ে হবো আমি, ভব সিন্ধু পার।
প্রভু তোমার চরণ ধূলি আমার এই জীবনের সার (।।)