সংবাদ বাগেরহাট সেন্ট যোসেফ্স প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব উদযাপন উৎসব মুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি শ্রদ্ধেয় ফাদার ডমিনিক হালদার, প্রধান শিক্ষক সিস্টার সীম্মি পালমা, মিনিতা চিসিম , সিস্টার লাকি সরেন , সন্মানিত শিক্ষকমন্ডলী, সকল অভিভাবক সহ স্কুলের ২২০ জন শিক্ষার্থী।