সংবাদ পঞ্চাশত্তমী পর্ব উপলক্ষে লক্ষ্মীবাজার আরএনডিএম সিস্টারদের কনভেন্টে ভাটিকানস্থ রাষ্ট্রদূত কেভিন রান্ডালের আগমন আজ সমগ্র খ্রিষ্টমন্ডলীর জন্য একটি বিশেষ দিন। এই দিনে পবিত্র আত্না অগ্নি জিহ্বাকারে শিষ্যদের উপর নেমে এসেছিলো । সেই অগ্নি জিহ্বা ছিলো স্বয়ং পবিত্র আত্না।
বাংলাদেশে যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ফাদার চার্লস জে. ইয়াং ফাউন্ডেশন