সংবাদ পবিত্র ক্রুশ পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হলো জাতীয় ওয়াই.সি.এস ছাত্র নেতাদের গঠন-প্রশিক্ষণ কোর্স একজন ছাত্র নেতা হবেন আধ্যাত্মিক জীবন যাপনে ও কথায়, চাল-চলনে, সাধনা-ধ্যানে, অধ্যয়নে, এমন কি চিন্ত-চেতনায় খ্রিষ্টিয় কষ্টভোগী সেবক ও আন্তঃকৃষ্টি-সংস্কৃতি দৃষ্টিভঙ্গীর মানুষ।