সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সাথে মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান আমাদের সবার কামনা ও প্রার্থনা, আমাদের দেশ যেন হয়ে উঠে অধিক শান্তি-সম্প্রীতি ও ভ্রাতৃত্বের দেশ। হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদ যেন হয় নিঃশেষ।
এই দীপাবলী উৎবে আমরা প্রত্যেকেই বৈষম্য, আত্ম অহম, হিংসা-বিদ্বেষ, মিথ্যা অপবাদ এসব অন্ধকার থেকে বেরিয়ে এসে অন্তরে, আচরণে, স্বভাবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আলো জ্বালাই; নিজেরাই হয়ে উঠি দীপাবললির প্রদীপশিখা।
বাংলাদেশ বহুধর্মাবলম্বীদের দেশ। প্রতীমা দেখার জন্য প্রতিটি মণ্ডপে ভীড় জমায় সকল ধর্মের মানুষ। আান্তঃধর্মীয় সম্প্রীতির এক বহিঃপ্রকাশ। ধর্মীয় বিশ্বাসে আামর একক হলেও ধর্মীয় উৎসবে আমরা সবাই এক; এই এক ভ্রাতৃত্ব।