যুদ্ধ বিদ্ধস্ত গাজার অভ্যন্তরে সাহায্য প্রবেশের অনুমতি সাপেক্ষ্যে পোপের বাণী ।

 পোপ চর্তুদশ লিও ,সেন্ট পিটার স্কয়ারে খ্রিস্টভক্তদের সাথে তার প্রথম প্রার্থনাপূর্ণ সাক্ষাতের সময়  যুদ্ধ বিদ্ধস্ত  গাজায় মর্যাদাপূর্ন মানবিক সাহায্য প্রবেশের জন্য, অনুমতি এবং শিশু বৃদ্ধ অসুস্থদের জন্য প্রাথমিক চিকিৎসা চেয়ে আবেদন জানিয়েছেন একই সাথে  তিনি যুদ্ধ বন্ধের জন্যও আহ্বান জানিয়েছেন।

বিভিন্ন সংস্থাগুলির মতে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সামরিক অভিযানে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর এবং ২০ মে, ২০২৫ তারিখে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ অনেক ফিলিস্তিনি নিহত হওয়ার পর গাজায় মানবিক সংকট তীব্রতর হয়েছে।আজও অনেক মানুষ অসহায় ভাবে মানবেতর জীবন যাপন করছে।

উল্লেখ্য যে ইসরায়েল গাজায় সীমিত সংখ্যক খাদ্যবহনকারী  ট্রাক প্রবেশের অনুমতি দিলেও, আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা তীব্র আকার ধারণ করেছে, ইসরায়েলকে তার সামরিক অভিযান বন্ধ করতে এবং ত্রাণ নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানানো হয়েছে।

পোপ তার এই প্রার্থনায় সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের আত্নার চির শান্তি কামনা করে  বিশেষ প্রার্থনা করেছেন,