বিশ্ব রোগী দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিসের বাণী
বিশ্ব রোগী দিবস উপলক্ষ্যে পোপ ফ্রান্সিস বিশেষ ভাবে সারা বিশ্বে যারা যথাযথো ভাবে স্বাথ্য সেবা থেকে বঞ্চিত তাদের জন্য বিশেষ ভাবে মিয়ানমার , প্যালেস্টাইন , ইস্রায়েল এবং উক্রেনের জনগণকে প্রার্থনায় স্মরণ করেছেন। যারা যুদ্ধ ও হানাহানিতে বিপযর্স্ত হয়ে আছে।
পোপ ফ্রান্সিস বিশ্ব রোগী দিবস উপলক্ষ্যে আরও যে বিশেষ একটি বাণী প্রদান করেছেন তা হলো সকল অসুস্থদের নিরাময়ের জন্য সর্বপ্রথম পারস্পারিক সর্ম্পগুলোকে নিরাময়ের আহ্বান জানান। তিনি বলেন যে ১১ ফেব্রুয়ারী বিশ্ব রোগী দিবস হিসেবে চিন্হিত হলে ও এবছর অসুস্থতার ক্ষেত্রে আমাদের পারস্পারিক সর্ম্পকের প্রতি বিশেষ গুরুত্বারোপ করতে আহ্বান জানান পূন্য পিতা পোপ ফ্রান্সিস।
এই বিষয়ে, পোপ উল্লেখ করেছেন যে অসুস্থ হলে আমাদের প্রথম যে জিনিসটি প্রয়োজন তা হল "প্রিয়জনের ঘনিষ্ঠতা" সেইসাথে যারা আমাদের সেবা দিয়ে থাকেন এবং ঈশ্বরের।অসুস্থতার সময়ে তাদের সংর্স্পশে এসে তাদের প্রতি ঘনিষ্টতা , সহানূভূতি . মায়ামমতা দেখাতে বলেছেন যা আসে ঈশ্বরের কাছ থেকে। তিনি অসুস্থ রোগীদের প্রতি সকলকে যত্নশীল ও সমব্যাথী হওয়ার আহ্বান জানিয়েছেন
এছাড়া তিনি মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের কথা ও তার প্রাথৃনায় স্মরণ করেছেন। তিনি তাদের জন্য ও যুদ্ধাঞ্চালের কথা ও উল্লেখ করেছেন যারা প্রতিনিয়তই মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে।