কলকাতা আর্চডাওসিসের বাইবেল কুইজ  প্রতিযোগিতা

গত ২৬ অক্টোবর ২০২৪,পার্ক সার্কাস ডন বস্কো স্কুল  অডিটোরিয়ামে কলকাতা আর্চডাওসিসের বাইবেল কুইজ প্রতিযোগিতা সাফল্যের  সঙ্গে অনুষ্ঠিত হল। কলকাতা ধর্ম প্রদেশের  ৪টি ডিনার থেকে ৩৬ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

সকাল টায় নাম নথিভুক্ত  করে প্রতিটি দল প্রেক্ষাগৃহে  প্রবেশ করে নিজ নিজ  আসন গ্রহণ করে।  অনুষ্ঠান  শুরু হয় সকাল টা ৩০মি. প্রধান  অতিথি ছিলেন  কলকাতার আর্চবিশপ থমাস ডি'সুজা।

শুরুতেই  প্রতিযোগীদের মনো সংযোগের লক্ষ্যে ,পর্দায় একটি প্রার্থনা  সংগীত চালান হয়।যাতে পবিত্র  আত্মার  শক্তিতে আত্মবিশ্বাসের  সাথে সৎভাবে তারা প্রতিযোগিতায় অংশ নিতে পারে।

এখানে বলে রাখা দরকার  যে এবারের বাইবেল  কুইজে সান্ডেস্কুলের ছেলে- মেয়েরা ছাড়াও  প্যারিশ  কাঠামোর  অন্যান্য  সদস্যরা অংশ নিয়েছিল।যেখানে পাঁচ থেকে পঞ্চাশ  ঊর্ধ্ব প্রতিযোগী ছিল। এরপর  কুইজ মাস্টার  ব্যারী খুব দক্ষতার  সাথে  কুইজ  পরিচালনা করতে থাকেন। অনুবাদে সহযোগিতা করেন  ফঃ কমল কিশোর চন্দনা রোজারিও। প্রতিপাদ্য  বিষয় ছিল " পেণ্টাকিওস" অর্থাৎ পূরাতন বাইবেলের  প্রথম  টি খণ্ড। প্রথম  রাউন্ডের  স্ক্রিনে ভেসে ওঠা ২৫ টি প্রশ্নের উত্তর  লিখেপ্র্তিযোগীদের দিতে হয়। 

যাতে স্বচ্ছ  ভাবে প্রতিযোগিতা হয় তার  জন্য  স্বেচ্ছাসেবক দের লক্ষ্য  রাখতে বলা হয়।

প্রথম  ১৮ টা প্রশ্নের যারা সঠিক  উত্তর দিতে পেরেছে,তাদের  নিয়ে  দ্বিতীয় রাউন্ড কুইজ  শুরু হয়। সব মিলিয়ে টি দল এই পর্যায়ে উত্তীর্ণ হয়।  

সেন্ট  মেরিস  ফাতিমা প্যারিশের  দুটি করে দল ছাড়া ,অন্যান্য  দল গুলি হল এসেম্বলী অব গর্ব চার্চ,টালিগঞ্জ কুইন অব  প্যারিশ, ক্রাইস্ট দ্য কিং,ক্যাথেড্রাল  অফ দ্য  মোস্ট  হোলি রোসারি

প্রদীপ প্রজ্জ্বোলন প্রার্থনার মধ্য  দিয়ে দ্বিতীয় রাউন্ড  কুইজ  শুরু হয়।  প্রার্থনা পরিচালনা করেন কলকাতার ভিকার ফঃ ডমিনিক গোমেস। টান টান উত্তেজনার  মধ্য দিয়েই  অনুষ্ঠান  চলতে থাকে।প্রতিটি দলের  মধ্যেই   উত্তর  দেওয়ার  একটা প্রচেষ্টা লক্ষ্য  করা  যায়।ছোট বড় জেতার জন্য  মরিয়া হয়ে লড়াই  চালাতে থাকে।

জয়ের  শিরোপা 'ফাতিমা চার্চ() ছিনিয়ে নিলেও দ্বিতীয় তৃতীয়  স্থান  দখল করে  যথাক্রমে 'এসেম্বলী অফ গর্ড চার্চ' 'টালিগঞ্জ  প্যারিশ' 

বিশপ  থমাস ট্রফি সার্টিফিকেট  আশীর্বাদ  করে একে একে বিজয়ী দলের হাতে তুলে দেন।সমগ্র  অনুষ্ঠান টি পরিচালনায় ছিলেন কলকাতা আর্চডাওসিসের সামাজিক  গণমাধ্যম কমিশনের মি: ফ্যারেল সাহ,মিস ক্রিস্টিন ক্রেমার, সিঃ  সোফিয়া অন্যান্য  সদস্যবৃন্দ।সঞ্চালনায় ছিলেন মিস অ্যালথিয়া ফিলিপ।

সব শেষে সংক্ষিপ্ত  সাংস্কৃতিক  অনুষ্ঠান   ফুড প্যাকেট উপহার  সামগ্রী বিতরণ  ফটোশেষণ বিশপ  মহোদয়ের  আশীর্বাদ  প্রার্থনার  মধ্য দিয়ে অনুষ্ঠানের  সমাপ্তি হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags