“বাংলা খ্রীষ্টিয় সাহিত্য একাডেমির জ্যোতির্ময় (৪) পুস্তকের” শুভ উদ্বোধন

জ্যোতির্ময় (৪) পুস্তক উদ্বোধন অনুষ্ঠান

গত  ৩০ ডিসেম্বর ২০২৪, বাঁশদ্রোণী চার্চ সংলগ্ন  ডিপল হাই  স্কুল হলেবাংলা  খ্রিস্টীয় সাহিত্য একাডেমি- জ্যোতির্ময় ট্রাস্টএর  জ্যোতির্ময় () পুস্তক উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হলো।

বেলা ১২ টায় প্রার্থনা উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের  শুভ সূচনা হয়।এরপর প্রধান অতিথি সিঃ পুষ্পাকে  মঞ্চে  আহ্বান করেন শুভদীপ  ভৌমিক।পুষ্প  স্তবক  দিয়ে তাকে প্রথমে বরণ করে নেওয়া হয়।

দিনের তাৎপর্য পাঠ করেন সম্পাদিকা মলি  ভৌমিক। এরপর অন্যান্য  অতিথিদের মালা পরিয়ে  একেএকে বরণ করে নেওয়া হয়।

পুস্তক  প্রকাশনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান  অতিথি সিস্টার  পুষ্পারাণী -সুপিরিয়র এফ.এম.এম কনভেন্ট, বেথেল উপাসনালয়ের পাস্টার  রেভা. প্রকাশ পাল , বিশেষ অতিথির আসনে ছিলেন - পি.আর.সি চার্চের ভারতীয় অধ্যক্ষ  রেভা. ইম্নানুয়েল সিং, মি. রঞ্জিত কুমার ভৌমিক ্যাডভোকেট বিচারক (লোক আদালত), . বিমল গোমেজ ্যাডভোকেট (হাই কোর্ট), মি. জন গিলবার্ট এবং শ্রীমতি চন্দনা রোজারিও - রেডিও ভেরিতাস এশিয়ার বাংলা,( কলকাতা) সেন্টার কোয়াডিনেটর, রোনাল্ড শুভদীপ ভৌমিক শ্রীমতি মাধবী গিলবার্টসম্পাদক  . মলি গোমেজ ভৌমিক প্রমুখ।যুগ্ম প্রধান অতিথি ছিলেন  ডঃ প্রকাশ পাল।

জ্যোতির্ময় (৪) পুস্তক উদ্বোধন অনুষ্ঠান

" প্রভু  যীশুর জীবনের ঘটনা পরম্পরাকে সঙ্গে নিয়ে মানব জীবনে এগিয়ে চলার সত্যতা একান্ত জরুরী আজকের সময় কালেপ্রধান  অতিথি বলেন। শুধু তাই নয়  জ্যোতির্ময়ের মাধ্যমে শুদ্ধ সাহিত্যের অগ্রগমনকে  তিনি সাধুবাদ জানান।

. মলি ভৌমিক বলেন,"এটি জ্যোতির্ময়ের র্থ সংস্করণ।তারা তাদের  ক্ষুদ্র  প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলেছে।"

রেভা. ইম্মানুয়েল জানান,"খ্রীষ্টীয় সমাজে বাংলা সাহিত্য  চর্চার  তেমন কোন প্রসার হয়নি।বিদেশী গুটিকয়েক পাদ্রী বাইবেল নথি বাংলায় অনুবাদ করার  প্রয়াস করেন।যা যথেষ্ট  নয়।"

শ্রীমতি চন্দনা রোজারিও সেই সূত্র  ধরে বলেন ,"কাথলিক খ্রীষ্টমণ্ডলীতে বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে। (FABC-OSC)  বাংলা  ভাষার খ্রীষ্টীয় সাহিত্য  অনুবাদ  দক্ষতার  বিশেষ  প্রশিক্ষণ শিবিরের  আয়োজন শুরু করেছে।"

হারু মন্ডল ( চার্চের সদস্য)খেদ প্রকাশ করে বলেনআমাদের  বেশিরভাগ  সভা সমিতিতে বাংলা ভাষার প্রাধান্য না থাকায় আমরা সহজ ভাবে অংশ নিতে পারি না।"

সকলের মনোজ্ঞ  মতামতের মাঝে  শ্রী বিমল গোমেসের স্বরচিত  কবিতা পাঠ শিশু শিল্পীর সমবেত নৃত্য পরিবেশন  অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।ধন্যবাদ  জ্ঞাপন  করেন মিঃ জন গিলবার্ট।

আনুষ্ঠানিক ভাবে জ্যোতির্ময়() মোড়ক উন্মোচনের পর অতিথিদের  হাতে বই তুলে দেওয়া হয়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  মাধবী গিলবার্ট। 

জাতীয় সংগীত  পরিবেশন শেষে ক্ষুদ্র  জলযোগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags