নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর দ্বিতীয় সমাবর্তন উদযাপন

নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হলো দ্বিতীয় সমাবর্তন

গত ৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ,  রাজধানীর মতিঝিলে অবস্থিত নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি উদযাপন করে এনডিইউবির গ্রাজুয়েটবৃন্দ।

গ্র্যাজুয়েটদের অ্যাকাডেমিক মাইলফলক অর্জনের স্বীকৃতিস্বরূপ নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এনডিইউবি)-এ উদযাপিত হয়েছে দ্বিতীয় সমাবর্তন।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

অনুষ্ঠানটি শুরু হয় অ্যাকাডেমিক শোভাযাত্রার মাধ্যমে। এরপর ধারাবহিকভাবে পবিত্র কুরআন, বাইবেল, গীতা ও ত্রিপিটক থেকে ধর্মীয় বাণী পাঠ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ডি. গ্যাফনি, সিএসসি, অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এতে সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ নটর ডেম-এর কিওঘ-হেসবার্গ প্রফেসর ড. আর. স্কট অ্যাপলবি।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথিগণ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, ওএমআই এবং এনডিইউবি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি। ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম থিওটোনিয়াস গনসালভেস, সিএসসি, স্নাতকদের ডিগ্রি প্রদান করেন।

অ্যাকাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ গ্র্যাজুয়েটদের মধ্য থেকে কয়েকজনকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল ও ভাইস চ্যাসেন্সর্ল গোল্ড মেডেল প্রদানের পাশাপাশি কয়েকটি ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেলও প্রদান করা হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে দেওয়া হয় ফাদার বাসিল অ্যান্থনী মেরী মরো গোল্ড মেডেল।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন এর ব্যান্ড-শো অনুষ্ঠিত হয়। - প্রেস বিজ্ঞপ্তি