পূণ্যপিতা পোপ ফ্রান্সিসের আত্মার শান্তি কামনায় মালিয়াপোতা ধর্মপল্লীতে খ্রীষ্টযাগ ও প্রার্থনা সভা

পূণ্যপিতা পোপ ফ্রান্সিসের আত্মার চিরশান্তি কামনায় পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর ধর্মপ্রদেশের অধীনস্থ মালিয়াপোতা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয় খ্রীষ্টযাগ ও প্রার্থনা সভা। সোমবার ২৮শে এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে প্রায় ৪৫০ জন খ্রীষ্টভক্ত অংশগ্রহণ করেন।
বিশেষ এই খ্রীষ্টযাগ উৎসর্গ করেন ফাদার আরুল রোজারিও। তিনি তাঁর ধর্মোপদেশে পোপ মহোদয়ের জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বলেন, “পোপ আমাদের বিশ্বাস, মমতা এবং মানবতার পথ প্রদর্শক ছিলেন। তাঁর আত্মার শান্তির জন্য আমাদের প্রার্থনা একান্ত প্রয়োজন।”
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র স্তবগান দিয়ে, এরপর খ্রীষ্টযাগ এবং এক মিনিট নীরবতা পালন করা হয় পোপের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। উপস্থিত ভক্তরা পোপ মহোদয়ের ছবিতে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান।
পালকীয় পরিষদের সভাপতি শুভঙ্কর সরকার জানান “পোপের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আজকের এই প্রার্থনায় আমরা তাঁর স্মৃতিকে সম্মান জানাতে এসেছি।” যুবকমিটির অ্যানিমেটর মনীষা মন্ডল বলেন “পোপ মহোদয় আমাদের হৃদয়ে চিরজীবিত থাকবেন। তাঁর শিক্ষা আমাদের আগামী পথচলায় আলোর দিশা দেবে।”
স্থানীয় ক্যাথলিক চার্চ কমিটির আয়োজনে অনুষ্ঠানটি এক অনন্য সংহতি এবং বিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।
প্রতিবেদন- সৈকত মন্ডল।
মালিয়াপোতা ধর্মপল্লী।