রহনপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল প্রতিভার অন্বেষণ

সাধু যোসেফ ধর্মপল্লীর কাথলিক খ্রিস্টান ছাত্র সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হল প্রতিভার অন্বেষণ

গত ৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, রহনপুর সাধু যোসেফ ধর্মপল্লীর কাথলিক খ্রিস্টান ছাত্র সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হল প্রতিভার অন্বেষণ।

উদ্ধোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে ছিল, প্রদীপ প্রজ্বলন ও সংগঠনের লোগো উন্মোচন। এখানে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বার্নার্ড রোজারিও, প্যারিস কাউন্সিলের সহ সভাপতি সাবিনা সরেন, রহনপুর ক্রেডিটের সভাপতি শ্যামল টুডু, স্কুল শিক্ষিকা যাচিন্তা মুর্মু ও ঊষা তপ্ন , সমাজ সেবক মিস্টার লুইস টুডু সহ রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের অফিস সেক্রেটারি এবং এনিমেটরগন।

সংগঠনের লোগো উন্মোচন করেন অত্র ধর্মপল্লীর পাল পুরোহিত এবং তিনি আস্থা দিয়ে বলেন তিনি ও তার উপদেষ্টা মণ্ডলী সবসময় এই সংগঠনের পাশেই আছেন। পরে ফাদার যোয়াকিম হেম্ব্রম সংগঠনের লোগোর ব্যাখ্যা সকলের মাঝে তুলে ধরেন।

নব নির্বাচিত সভাপতি রোজলিন টুডু বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে এই দায়িত্বের জন্য যোগ্য বলে মনে করেছেন এবং এই সংগঠন পরিচালনার গুরু দায়িত্ব আমকে দিয়েছেন। আমাদের দলের সদস্যদের পাশাপাশি আমি সকলকে অনুরোধ করবো আমাকে সাহায্য করার জন্য।”

এরপর উপস্থিত অতিথিদের সংগঠনের গেঞ্জি উপহার দেওয়ার মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংগঠনের সভাপতি। প্রতিভার অন্বেষণের দ্বিতীয় পর্বে শুরু হয় একক ও দলীয় গান এবং নাচ, চিত্রাংকন, অভিনয় প্রতিযোগীতা।

চতুর্থ শ্রেনীর  শিক্ষার্থী ভূমিকা সরেন তার অনুভূতি ব্যক্ত করে বলে, “নাচলাম গাইলাম অনেক আনন্দ করলাম, আমার অনেক ভালো লাগলো এই প্রোগ্রামে অংশগ্রহন করতে পেরে।”

পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করার মধ্যদিয়ে এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। - বেনেডিক্ট তুষার বিশ্বাস