রাজশাহী ধর্মপ্রদেশের রহনপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো উত্তর ভিকারিয়ার সভা

সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়া সভা

গত ২ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ,  সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়া সভা।

এই সভায় উত্তর ভিকারিয়ার ধর্মপল্লীগুলো থেকে আগত ফাদার, সিষ্টার ও খ্রিস্টভক্তদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।  সভার শুরুতেই ছিল উদ্বোধনী প্রার্থনা, প্রদীপ প্রজ্জলন।

উত্তর ভিকারিয়ার আহ্বায়ক ফাদার পাত্রাস হাঁসদা শুভেচ্ছা বক্তব্যে সবাইকে  ধন্যবাদ জানিয়ে সভায় সক্রিয় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

সভায় খ্রিস্ট জন্মজুবিলী, ধর্মপ্রদেশীয় যুব-ক্রুশের উত্তর ভিকারিয়ার ধর্মপল্লীগুলোতে আগমন এবং বিশপীয় পালকীয় পত্রের শিক্ষা ধর্মপল্লীতে বাস্তবায়ন সম্পর্কে প্রতিটি ধর্মপল্লী তাদের মতামত ও চিন্তাভাবনা উপস্থাপন করে।

ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুশান্ত ডি’কস্তা বলেন, “ভিকারিয়া সভা ধর্মপল্লীগুলোকে একত্রে কাজ করতে সহায়তা করে। আর এর মধ্য দিয়ে ধর্মপ্রদেশ প্রাণবন্ত ও বেগবান হয়।”

দীক্ষাপ্রাপ্ত খ্রিস্টান হিসাবে আমরা প্রত্যেকে খ্রিস্টকে প্রচারের দায়িত্ব পেয়েছি। আমাদের কথা, কাজ ও আচরণে যেন সেই শিক্ষা মূর্ত করে তুলি,” বলেন ফাদার ডি’কস্তা। - ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস (বরেন্দ্রদূত)