পবিত্র পরিবার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল তপস্যাকালীন ধ্যান সভা

গত ২৭ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশের অর্ন্তগত দড়িপাড়া পবিত্র পরিবার ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো তপস্যাকালীন ধ্যান সভা।
উক্ত তপস্যাকালীন ধ্যান সভায় ২জন ফাদার, ২জন সিস্টার সহ প্রায় ২০০ জন খ্রিষ্টভক্ত অংশগ্রহণ করেন।
ফাদার রুবেন গমেজ সিএসসি, উক্ত ধ্যান সভাটি পরিচালনা করেন। এ সেমিনারের মধ্য দিয়ে খ্রীষ্টীয় মূল্যবোধ, তপস্যাকালের তাৎপর্য এবং রোজারিমালা গুরুত্ব সম্পর্কে ধারনা দেওয়া হয়।
খ্রীষ্টভক্তেরা বলেন ফাদারের অনুপ্রেরণা মুলক সহভাগিতার মধ্য দিয়ে তাঁদের অন্তরে বিশ্বাসের পথ চলার শক্তি পেয়েছে।
দড়িপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন পবিত্র খ্রীষ্টযাগ উৎসর্গ করেন।
খ্রীষ্টযাগের উপদেশ বাণীতে ফাদার ছাত্র-ছাত্রীদের ও খ্রীষ্টভক্তদের ছোট ছোট প্রশ্নোত্তর এর মধ্য দিয়ে তপস্যাকালের তাৎপর্যকে তুলে ধরেন। সেই সাথে মা মারীয়ার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালবাসা ও বিশ্বাসকে আরো গভীরে অনুধাবন করতে অনুপ্রানিত করেন। - সিস্টার মেরী শিউলী এসএমআরএ