বারাকা নারী ও পুরুষ ড্রপ-ইন সেন্টারে অনুষ্ঠিত হলো বিশ্ব এইডস দিবস

টঙ্গীর নতুন বাজার এলাকায় বারাকা নারী ও পুরুষ ড্রপ-ইন সেন্টার এবং কারিতাস উদ্যম প্রকল্পের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্ব এইডস দিবস

গত ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকার গাজীপুরের টঙ্গীর নতুন বাজার এলাকায় বারাকা নারী পুরুষ ড্রপ-ইন সেন্টার (DIC) এবং কারিতাস উদ্যম প্রকল্পের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্ব এইডস দিবস।

বছরের বিশ্ব এইডস দিবসের মূলসুর ছিল, “সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি এতে নারী পুরুষ সবাই অংশগ্রহন করেন।

এই মানববন্ধনে সেবাগ্রহীতা, স্থানীয় জনগণ, শুভাকাঙ্খী, এনজিও, শিক্ষক, সামাজিক দল, ক্লাব সুরক্ষা কমিটির প্রতিনিধি এবং বারাকার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক ব্যক্তি প্ল্যাকার্ড ব্যানার সহযোগে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন।

বারাকা ডি.আই.সি ম্যানেজার মি. নিহার বিশ্বাস বলেন, “এইডস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিবন্ধকতা দূর করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া একটি নিরাপদ বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়।

বারাকা নারী ডি.আই.সি ইনচার্জ মিসেস গরেট্টি রত্না পেরেরা তার সহভাগিতায় কীভাবে এইচআইভি ভাইরাস ছড়ায় এবং সংক্রমণ প্রতিরোধের জন্য আমাদের করণীয় কী? সেই বিষয়ে আলোকপাত করেন।

প্রজেক্ট ইনচার্জ জনাব অতনু বড়ুয়া অন্তু উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান সমন্বয় নিশ্চিত করেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বারাকা ডিআইসির নেটওয়ার্ক অফিসার জনাব শাহরিয়ার শিমুল, কারিতাস এসডব্লিউভিসির জুনিয়র প্রোগ্রাম অফিসার জনাব দেবব্রত পাল, কারিতাস উদ্যোম প্রকল্প টঙ্গী, গাজীপুরের মাঠ কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম, সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল,বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: হান্নান আজিজ সহ প্রমুখ।

এই মানববন্ধন কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে এইডস সম্পর্কিত সঠিক তথ্য, সচেতনতা ইতিবাচক মনোভাব বৃদ্ধিতে ভূমিকা রেখেছে এবং বারাকা বিশ্বাস করে যে ধারণা, সচেতনতা সহযোগিতার মাধ্যমে একটি এইডসমুক্ত সমাজ গড়া সম্ভব। - গরেট্টি রত্না পেরেরা