ডন বস্কো গির্জায় তিন হাজার ভক্তের মহিলা দিবস উদযাপন

বিগত ২৪  শে  আগষ্ট ২০২৫ খ্রিষ্টাব্দ, জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ির ডন বস্কো গির্জায় মায়েদের পৃষ্ঠপোষক সাধ্বী মনিকার সম্মানে ৩,০০০ ভক্ত মহাসমারোহে উদযাপন করল মহিলা দিবস

উক্ত এই উদযাপনে ১৪টি ধর্মপল্লীর বিভিন্ন সাব সেন্টার থেকে ২০০০ জনেরও বেশি মহিলা অংশ গ্রহণ করেন এবং পুরুষ, যুবক ও শিশু মিলিয়ে প্রায় ১,০০০ ভক্তের উপস্থিতি উদযাপনটিকে একটি যথার্থ অর্থে একটি পারিবারিক প্রার্থনা এবং সহভাগিতার  উৎসবে পরিণত করে তোলে।

দিনটি শুরু হয় পবিত্র খ্রীষ্টযাগের মাধ্যমে, যা উৎসর্গ করেন ফাদার জন সেলভান। ধর্মপ্রচারক ফাদার আজু কুরিয়ান সাধ্বী মনিকার ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস এবং খ্রিষ্টান পরিবার গঠনে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করে ভক্তমণ্ডলীকে অনুপ্রাণিত করেন।

খ্রীষ্টযাগ শেষে সিস্টার কিরণের পরিচালনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যানিমেশন অধিবেশন পরিচালিত হয় যা প্রার্থনা, গান এবং পারস্পরিক অভিজ্ঞতা সহভাগিতার এক মেলবন্ধনের মাধ্যমে পারস্পরের মধ্যে ঐক্য ও আনন্দের চেতনাকে আরও গভীর করে তোলে।

পুরো দিনের উদযাপনটি ফাদার অ্যান্টনি ভায়ালিলের নির্দেশনায় সম্পাদিত হয় যা একাধারে এক ধর্মীয় অনুষ্ঠান অন্যদিকে বিভিন্ন ধরনের কার্যক্রমের প্রবাহকে এগিয়ে নিয়ে চলে

২০২৫ সালের এই মহিলা দিবস একদিকে যেমন সাধ্বী মনিকার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যম ছিল অন্যদিকে খ্রিষ্টীয় জীবনে নারী শক্তির অবদানের স্বীকৃতির এক সুযোগ  করে দেয়

প্রতিবেদন - ফাদার সি. এম. পল

অনুলিখন - তেরেসা রোজারিও