নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আয়োজনে মহা আড়ম্বরে অনুষ্ঠিত হলো  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ও প্রাক্তন ক্রিকেটার জনাব আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ফাদার চার্লস বি গডন, সিএসসি, ট্রেজারার ফাদার আদম এস, পেরেরা, সিএসসি, স্পোর্টস কো-অর্ডিনেটর সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মণ্ডলী, স্টাফ, অন্যান্য আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ। এরপর ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করানো হয়।

মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন গত বছরের চ্যাম্পিয়ন শিক্ষার্থী ডেভিড ত্রিপুরা। এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বেলুন উত্তোলন, উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি।

অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলার সুযোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন। বর্তমানে যারা ক্রীড়ার সাথে জড়িত তাদের জন্যও তিনি উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। এরপর নটর ডেম-এর শিক্ষার্থীরা শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ গণ্ডিতে না থেকে খেলাধুলা করে জাতীয় পর্যায়েও অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।”

এরপর প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র। র‌্যাফেল ড্র-এর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি, উপাচার্য এবং উপ-উপাচার্য।

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অফিস স্টাফ ও সাপোর্ট স্টাফবৃন্দ।

উল্লেখ্য যে, ২৩ ফেব্রুয়ারি সকল শিক্ষার্থীদের মধ্য থেকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থী বাছাই করা হয়। চূড়ান্ত প্রার্থীরাই ২৪ ফেব্রুয়ারি বিভিন্ন ইভেন্টসে প্রতিযোগিতা করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।

এরপর বিকেলে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বিবিএ ডিপার্টমেন্টকে পরাজিত করে ইংরেজি ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

পরিশেষে সিস্টার সাগরিকা মারীয়া গমেজ, সিএসসি অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। - নিউটন মণ্ডল