রেডিও ভেরিতাস এশিয়া দিবস - ২০২৪ উদযাপন, বাংলা বিভাগ; কলকাতা কেন্দ্র
গত ২২ নভেম্বর বারুইপুর ধর্মপ্রদেশের 'দিশারী পাস্টরাল সেন্টারে' মহা সমারোহে রেডিও ভেরিতাস এশিয়া বাংলা(কলকাতা) সেন্টারের আর ভি এ ডে উদযাপিত হল।
পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে শতাধিক মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল।নদিয়া,মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, বাঁকুড়া,বর্ধমান, উঃ ও দঃ ২৪ পরগনা,কলকাতা ছাড়াও বালুরঘাটের মত প্রত্যন্ত অঞ্চল থেকেও আর ভি এ সহযোগী শ্রোতা- দর্শক বন্ধুরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদের মধ্যে যেমন বহু কৃতি-খ্যাতনামা ব্যক্তিত্ব ছিলেন তেমনই ধর্মব্রতী নরনারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল সুর ছিল, "ধ্বনিত হোক আশার বাণী"।
সকাল টায় নাম নথিভুক্ত করার পর জলখাবারের পর্ব শেষ হলে ১০টা৩০মি.দিনের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পৌরহিত্য করেন আর. ভি. এ. বাংলা বিভাগের চেয়ারম্যান মাননীয় বিশপ শ্যামল বোস।
বিশপ মহোদয় সহ বিশিষ্ট অতিথিবর্গ হলে প্রবেশ করলে সকলে উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে প্রত্যেক কে অভিবাদন জানান।
এরপর হোলি চাইল্ড (সি.আই.টি. বিদ্যালয়ের প্রাক্তনীরা সমবেত উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন।
অগ্নিপ্রজ্জ্বলনে অংশ নেন মাননীয় বিশপ শ্যামল বোস, সিস্টার সোফিয়া( গভর্নর বডির সদস্য)আকাশ বাণীর প্রাক্তন অধিকর্তা ডঃ রমেন মজুমদার,সেন্টার কোয়াডিনেটর শ্রীমতী চন্দনা রোজারিও ওবয়োজ্যেষ্ঠ শ্রোতা অজয় কুমার সরকার।
এরপর আর ভি এর ইতিহাস ও থিম সম্পর্কে পরপর দুটি ছোট ভিডিও প্রদর্শন করা হয়।
এর পরবর্তী অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন ডঃ রমেন মজুমদার। একসময় যিনি ম্যানিলা থেকে আর ভি এ বাংলা সার্ভিসের হয়ে অনুষ্ঠান সম্প্রচার করেছিলেন। তিনি বলেন,"ওই দেশে থাকাকালীন তিনি সত্যজিতের রায়,মৃণাল সেন,ফঃ গাস্তো রোবেজের মত চলচ্চিত্র জগতের খ্যাতনামা ব্যক্তিদের ইন্টারভিউ নিয়েছিলেন যা রেডিও ভেরিতাসের ঐতিহ্য"।
সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রশিক্ষক শ্রী সুশোভন চ্যাটার্জি বলেন,"নতুন প্রজন্ম কে শেখাতে গিয়ে প্রতিনিয়ত তিনি তাদের কাছ থেকে অনেক বেশী শিখছেন যাশিক্ষাদান কাজে খুবই গুরুত্বপূর্ণ"।
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মধুরিমা গোস্বামী বলেন,"কোন শিল্প শেষ হয়ে যায় না; নতুন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নতুন মোড়কে ফিরে আসে"।যেমন "রেডিও ফিরে এসেছে পড কাস্ট হয়ে"।
এরপর স্নেহা ও প্রতিভার যুগল নৃত্যের মাধ্যমে প্রথম অধিবেশন শেষ হয় কফি বিরতি দিয়ে।
দ্বিতীয় অধিবেশনের শুরুতে সিঃ আলমা কে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। তিনি বলেন,"একদিন মঙ্গল বাণী প্রচারের যে বীজ তারা যে বপন করেছিলেন,আর ভি এর মাধ্যমে তা সহস্রগুণ বৃদ্ধি পাচ্ছে"।
এরপর বারুইপুর ধর্মপ্রদেশের বিকার ফঃ কনৌজ,ট্রেসারার ফঃ তুষার ও দিশারীর পরিচালক ফঃ গৌতম কে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
এরপর বিশপ মহোদয় প্রাক্তন ও বর্তমান প্রোডিউসার শ্রী দিলীপ মজুমদার ও কল্যাণ গোমেস, অতনু দাস ও তেরেসা রোজারিও কে উত্তরীয়,পুষ্প স্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করেন।
এর পরে পরেই অতিথি ও বিশেষ শ্রোতা বন্ধুদের একে একে মঞ্চে ডেকে ঐরূপ সম্মান দেখানো হয়।
সব শেষে বিশপ মহোদয় সকলকে সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন,"আরভিএ নতুন প্রযুক্তি ডিজিটাল মিডিয়ার সময়ে তিনি বাংলা সার্ভিসের চেয়ারম্যানের দায়িত্ব পান। আগামীদিনে যুগপোযোগী আরও সুন্দর অনুষ্ঠানের জন্য তিনি পরামর্শ দেন"।
সঞ্চালনায় ছিলেন দ্যুতি দত্ত গুপ্ত।
সব শেষে কেক কেটে রেঃ বিশপ শ্যামল আনন্দোৎসবের সূচনা করেন যার পরিসমাপ্তি ঘটে সম্মিলিত মধ্যাহ্ন ভোজের আলাপচারিতার মধ্য দিয়ে। প্রতিবেদন – চন্দনা রোজারিও।