কলকাতা ডন বস্কো পার্কসার্কাসে মেগা বাইবেল সমাবেশের সমাপ্তি
গত ২১ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় ডন বস্কো পার্কসার্কাসে তিনদিন ব্যাপী মেগা বাইবেল কনভেনশন তথা সমাবেশ সুষ্ঠভাবে সম্পন্ন হল।
১৯ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দে দুপুর ২টো নাগাদ আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের সূচনা ও ২১ জানুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দে বিকেলে সমাপ্তি হয়। সদ্য সমাপ্ত বড়দিন উৎসবের রেশ কাটতে না কাটতেই কলকাতা মহানগরীর বুকে এই মেগা বাইবেল সমাবেশ খুবই তাৎপর্যপূর্ণ। যার লক্ষ্য হল খ্রীষ্টের বাণী ও করুণা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।
কলকাতার স্যালেসিয়ান অক্সিলিয়াম রিট্রিট সেন্টার, ভিন্সেসিয়ান এমায়ুস রিট্রিট সেন্টার ও কলকাতার কাথলিক ক্যারিসমেটিক দল সম্মিলিত ভাবে এই সমাবেশের আয়োজন করেছিল।
ফাদার ম্যাথিউ নাইকামপরমবিল্ ও টীম সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন।প্রতিদিনের অনুষ্ঠান মালা গান, প্রার্থনা, আরাধনা, বাণীপাঠ ও তার ব্যাখ্যা, মহা খ্রীষ্টযাগ, সুস্থতা-রোগ নিরাময় ও বিশেষ কৃপার ডালায় সমৃদ্ধ।
প্রথম ও শেষদিনে খ্রীষ্টযাগে পৌরহিত্য করেন কলকাতার মাননীয় আর্চবিশপ থমাস ডি'সুজা ও দ্বিতীয়দিনে বারুইপুর ধর্মপ্রদেশের মাননীয় ধর্মপাল শ্যামল বোস। সহযোগিতা করেন স্যালেসিয়ান প্রভিন্সিয়াল ও ফঃ জেকব এস ডি বি।
উপদেশে বিশপ শ্যামল বলেন," যীশু বলেছেন, বিশ্বাস নিয়ে যদি আমরা তাঁর কাছে কিছু চাই, তিনি নিশ্চয়ই তা আমাদের দেবেন"।
বিশপ থমাস পোপ মহোদয়ের নির্দেশিকা স্মরণ করিয়ে বলেন আসন্ন জুবিলি বছর উদযাপন করার লক্ষে এই বছরকে প্রার্থনার বছর হিসেবে উল্লেখ করেছেন।তাই বিশ্ব শান্তি ও মঙ্গলের জন্য আমাদের আরও বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে।
খ্রীষ্টবিশ্বাস সুদৃঢ় করা ও বাণী প্রচারের লক্ষ্যে এই প্রার্থনা সমাবেশের আয়োজন করার জন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অংশগ্রহনকারি আনেকেই প্রার্থনা, বিশ্বাসের তাৎক্ষণিক ফল লাভ, শারীরিক ও মানসিক প্রশান্তি লাভের স্বীকারোক্তি করেন।সামনে এসে সাক্ষীদেন, সজোরে ঈশ্বরের প্রশংসা কীর্তন করেন।
কনকনে এই শীতে বিগত কয়েকদিন কয়েক হাজার ভক্তের সমাগম; পবিত্র আত্মার শক্তি প্রার্থনায় ব্যাকুল মানুষজন...যেন এক মহা মিলন মেলা।
সম্মেলনে আগত সকল ভক্তের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যাবস্থা। ধর্মব্রতী ভাইবোনও ওস্বেচ্ছাসেবীদের সহযোগিতায় খুব সুষ্ঠ সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।