বিবেকানন্দ ইনস্টিটিউট অব এনভায়রমেণ্ট এন্ড ম্যানেজমেন্টে: জাতীয় যুবদিবস উদযাপন

বিবেকানন্দ ইনস্টিটিউট অব  এনভায়রমেন্ট এন্ড ম্যানেজমেন্টে জাতীয় যুবদিবস উদযাপিত

গত ১২ জানুয়ারি ২০২৪,স্বামী বিবেকানন্দের জন্ম দিন উপলক্ষ্যে কলকাতার সল্টলেক সেক্টর থ্রি 'ঐকতান কনফারেন্স হলে জাতীয় যুবদিবস উদযাপিত হল। বিবেকানন্দ ইনস্টিটিউট অব  এনভায়রমেন্ট এন্ড ম্যানেজমেন্ট ইস্টার্ন যোনাল কালচারাল সেন্টার তথা ভারতের সরকারের সংস্কৃতি দফতর  যৌথ ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

১২ জানুয়ারি সকালের ১১ টায় স্বামীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের  প্রধান  প্রফেসর  চিরঞ্জীব ভট্টাচার্য, প্রফেসর  সৈকত মমতা প্রাক্তন  ভাইস চ্যান্সেলর মাকাউত আরও অন্যান্য  বিশিষ্ট অতিথিবর্গ অনুষ্ঠান উপস্থিত ছিলেন। 

শুরুতে প্রথমেই শ্রী অভিজিৎ চ্যাটার্জি (EZCC) প্রধান অধিকর্তা অতিথিদের সাদর অভ্যর্থনা।এরপর  সমস্ত  অনুষ্ঠান সঞ্চালনা করেন VIEM -এর সভাপতি স্বামী ভেদজানন্দ।

প্রফেসর চিরঞ্জীব বলেন," আমাদের মন সংযোগ করতে হবে"।স্বামীজীর ধ্যান যোগ সাধনার অনুশীলন করা দরকার।

স্বামী ভেদজানন্দ  বলেন," স্বামীজীর আদর্শে যুব সমাজকে অনুপ্রাণিত  হতে হবে।সমাজের মানুষের কল্যানে কথাও ভাবতে হবে"

এরপর  সাংস্কৃতিক অনুষ্ঠান  শুরু হয়।প্রথমেই  সেন্ট জোয়ান স্কুলের  ছাত্র ছাত্রীরা স্তোত্র নৃত্যের  মাধ্যম স্বামীজীর   প্রতি  শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

হেরিটেজ অ্যাকাডেমির সূর্যকিরণ  সমবেত নৃত্য পরিবেশন করে।লাইফ কেয়ার  সোসাইটি পরপর দুটি  মনোজ্ঞ নৃত্য প্রদর্শন  করে। 

ডঃ উৎসবের  স্বামীজীর  উদ্দেশ্যে গান পরিবেশন অন্যান্য  স্কুলের  ছাত্রছাত্রীদের পরিবেশিত  সাংস্কৃতিক অনুষ্ঠানের  পর  সকলেম মধ্যাহ্ন ভোজে ঠাকুরের  প্রসাদ গ্রহণ করেন। 

শেষে পূর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ  মেমেন্টো,সংবাদপত্র তুলে দেওয়া হয়। প্রতিবেদন – চন্দনা রোজারিও।

Tags