লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

বনপাড়া লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস

গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ,  রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত বনপাড়া লূর্দের রাণী মারিয়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল দিবস।

এই বছর পবিত্র শিশুমঙ্গল দিবসের মূলসুর ছিল, “শিশুরাই ক্ষুদে প্রেরণকর্মী এই শিশুমঙ্গল দিবসে ফাদার-সিস্টার, শিশু এনিমেটরসহ অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ১৪৫ জন।

খ্রিস্টযাগের উপদেশে বাণীতে ফাদার দিলীপ এস. কস্তা বলেন, “ছোট ছোট কাজের মধ্য দিয়ে শিশুরাই প্রেরণকর্মী বা মিশনারী, তাই পরিবারে তাদেরকে যত্ন সাহায্য-সহযোগিতা দিয়ে গড়ে তুলতে হবে, কেননা শিশুরাই শিশুদেরকে সাহায্য করে।

পবিত্র খ্রিস্টযাগের পর শিশুদের নিয়ে বিভিন্ন শ্লোগানের মধ্য দিয়ে আনন্দ ্যালী করা হয়।

র‌্যালীতে অংশগ্রহনকারী পবিত্র শিশুমঙ্গলের ছেলে-মেয়েরা

শিশুমঙ্গল দিবসের মূলসুরের ওপর সহভাগিতায় ফাদার শ্যামল জেমস্ গমেজ বলেন, “শিশুরা, তোমরাই যেহেতু যিশুর কাছের মানুষ তাই তোমরা সহজে যিশুর কথা শুনতে বুঝতে পার।

সত্য কথা বলা, বড়দের কথা শোনা এবং ছোট ছোট প্রার্থনা কাজের মধ্য দিয়ে তোমরা যিশুর ক্ষুদে প্রেরণকর্মী হয়ে ওঠতে পার”, বলেন ফাদার গমেজ

পবিত্র শিশুমঙ্গল দিবসে অংশগ্রহণকারী একজন শিশু তার মনের কথা ব্যক্ত করে বলেন, “আজকে আমার অনেক ভালো লাগছে কারণ আজকে আমি অনেক  করেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি।

দিনব্যাপী এই অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে ছিলো বাইবেল কুইজ, নৃত্য প্রার্থনা প্রতিযোগিতা। - ফাদার শ্যামল জেমস্ গমেজ