মথুরাপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল বার্ষিক পালকীয় কর্মশালা
গত ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত মথুরাপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো বার্ষিক পালকীয় কর্মশালা।
এ বার্ষিক পালকীয় কর্মশালার মূলসুর ছিল “মিলন সাধনা: অন্তর্ভূক্তি ও সংহতি”। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ১০৩ জন খ্রীষ্টভক্ত অংশগ্রহণ করেন।
প্রার্থনা, উদ্বোধন নৃত্য ও পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়।
এরপর ফাদার দিলীপ এস. কস্তা ‘মিলন সাধনা’ সম্পর্কে এবং ফাদার সুশীল লুইস পেরেরা ‘অন্তর্ভূক্তি ও সংহতি’ সম্পর্কে তাদের বক্তব্য উপস্থাপন করেন।
ফাদার দিলীপ এস. কস্তা তার বক্তব্যে বলেন, “সিনোডাল মণ্ডলীতে সকলের অংশগ্রহণ বৃদ্ধিতে মিলন সাধনার গুরুত্ব অপরিসীম। সকলে মিলে মিলনধর্মী মণ্ডলী গঠনের কাজে তাই সবাইকেই এগিয়ে আসতে হবে।”
ফাদার সুশীল লুইস পেরেরা বলেন, “মিলনধর্মী মণ্ডলীতে সকলের অংশগ্রহণ নিশ্চিতের জন্য অন্তর্ভূক্তি ও সংহতির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও মণ্ডলীর কাজে কাউকেই বাদ দেয়া যাবে না। সকলকে নিয়েই একসাথে পথ চলতে হবে।”
দিনব্যাপী এ পালকীয় কর্মশালার মধ্যে ছিল গ্রামভিত্তিক দলীয় আলোচনা, দলীয় আলোচনার রিপোর্ট পেশ, উন্মুক্ত আলোচনা-সহভাগিতা।
পরিশেষে পাল-পুরোহিতের ধন্যবাদমূলক বক্তব্যের মধ্য দিয়ে পালকীয় কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। - ফাদার উত্তম রোজারিও