সাধু পিতরের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনার ও মা’দের মিলন মেলা
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের সাধু পিতরের ধর্মপল্লীর অধীনস্থ সন্তোষপুর গ্রামের মা’দের নিয়ে অনুষ্ঠিত হলো পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনার ও মিলন মেলা।
দিনব্যাপি এই পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনার ও মা’দের মিলন মেলার মূলসুর ছিল, “এসো জপমালা প্রার্থনা করি, কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি।”
রাজশাহী ধর্মপ্রদেশীয় রোজারী মিনিস্ট্রি’র পক্ষ থেকে ও ধর্মপল্লীর উদ্যোগে বিভিন্ন গ্রামের মায়েদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে অংশগ্রহণকারী মায়েদের সংখ্যা ছিল ১৬০ জন, এছাড়াও স্বেচ্ছাসেবক ১০ জন, ফাদার ৩ জন এবং সিস্টার ২ জনসহ মোট অংশগ্রহণকারী সংখ্যা ছিল ১৭৫ জন।
পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার লিটন ডমিনিক কস্তা। খ্রিস্টযাগে আরও উপস্থিত ছিলেন মুশরইল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রশান্ত টি. আইন্দ ও সাধু পিতর সেমিনারীর আধ্যাত্মিক পরিচালক ফাদার অনিল মারাণ্ডী।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার লিটন ডমিনিক কস্তা, “পরিবারে মা মারিয়ার ভূমিকা ও জপমালা প্রার্থনার গুরুত্ব” তুলে ধরে বলেন, “আমরা যেন প্রতিদিন সন্ধ্যাবেলায় পরিবারের সবাইকে নিয়ে জপমালা প্রার্থনা করি এবং কুমারী মারীয়ার আদর্শে জীবন গড়ি।”
অনুষ্ঠানের শুরুতেই পাল-পুরোহিত ফাদার প্রশান্ত টি. আইন্দ সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে দিনের তাৎপর্য তুলে ধরে দিনটিকে সার্থক-সুন্দর করতে সকলকে আহ্বান জানান। একই সাথে ধর্মপল্লীর সিস্টার ইনচার্জ ইমেল্ডা রোজারিও শুভেচ্ছা বক্তব্যে জপমালা প্রার্থনার গুরুত্ব তুলে ধরে দিনের কর্মসূচীর সাফল্য কামনা করেন।
মধ্যবয়স্ক মা শেফালী টুডু বলেন, “অনেক দিন পর আমি এই পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনারে যোগদান করেছি যা আমার অনেক ভাল লেগেছে, কারণ প্রার্থনা ও মা মারিয়া বিষয়ে আমি অনেক কিছু শিখেছি, যা আমার বিশ্বাসকে আরো গভীর করেছে।”
এই সেমিনারে অংশগ্রহনকারী যুবতী মা সৌরভী সরেন বলেন, “এই সেমিনারে অংশগ্রহণ করে মা মারিয়ার বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। একই সাথে আমি সংকল্প নিচ্ছি যে, আজ থেকে পরিবারের সকলে মিলে প্রতিদিন জপমালা প্রার্থনা করবো এবং অন্যদেরও উৎসাহিত করবো জপমালা প্রার্থনা করতে।”
পরিশেষে মা’য়েদের নিয়ে খেলা-ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় । পাল-পুরোহিত ফাদার প্রশান্ত টি. আইন্দ পারিবারিক প্রার্থনা বিষয়ক সেমিনার ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করার মধ্যদিয়ে এই সেমিনারের সমাপ্ত ঘোষণা করেন। - ফাদার অনিল মারাণ্ডী