ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হল বিউটিসিয়ানদের নিয়ে প্রায়শ্চিত্তকালীন সেমিনার

তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো ঢাকা শহরে বিউটি পার্লারে কর্মরত মেয়েদের জন্য প্রায়শ্চিত্তকালীন সেমিনার

গত ১১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে ঢাকা মহানগর আঞ্চলিক পালকীয় পরিষদের সহযোগিতায় তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হলো ঢাকা শহরে বিউটি পার্লারে কর্মরত মেয়েদের জন্য জুবিলী বর্ষ পাস্কা পর্বের প্রস্তুতিমূলক শিক্ষা সেমিনার।

সেমিনারের মূলসুর ছিল, “জুবিলী বর্ষ প্রায়শ্চিত্তকালের ডাক, পিতার কাছে ফিরে আসার আহ্বান এতে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ১৫০ জন বিউটিসিয়ান অংশগ্রহণ করে।

এই সেমিনারে উপস্থিত ছিলো ফাদার জয়ন্ত এস. গমেজ, ফাদার লেণার্ড, ফাদার প্রলয় ক্রুশ, ফাদার আলবাট রোজারিও এবং ফাদার বিমল গমেজ। এছাড়াও আরো উপস্থিত ছিলো খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এডভোকেট জন গমেজ, ট্রাস্টি মৃগেন হাগিদক, সিডিআই এর পরিচালক থিওফিল নিশারন নকরেক।

প্রায়শ্চিত্তকালীন এই সেমিনারে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন তেজগাঁও ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত এস. গমেজ। তিনি তাঁর উপদেশ বাণীতে বলেন, “তোমরা যেমন একজন মানুষকে সুন্দরভাবে সাজিয়ে দাও ঠিক একইভাবে নিজেদের অন্তরটাকেও তোমাদের সাজাতে হবে।

উপস্থিত বক্তাগণ বিউটিসিয়ানদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের মেয়েরা পার্লার বা কল-কারখানায় কাজ করছে। আমরা যেন এইসব মেয়েদের পালকীয় যত্নে আরো যত্নবান হই।

বিউটিশিয়ানগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, নিরাপদ চলাচল পরিবেশের ব্যবস্থা করা, একটা হেলপ লাইনের ব্যবস্থা রাখা যেখানে গিয়ে মেয়েরা তাদের সুবিধা-অসুবিধার কথা বলার সুযোগ পাবে এবং সার্বক্ষণিকভাবে একজন সিস্টারকে তাদের জন্য দেওয়া।

এই প্রায়শ্চিত্তকালীন সেমিনারের কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী প্রার্থনা অনুষ্ঠান, পাপস্বীকার অনুষ্ঠান, পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ, বক্তাদের বক্তব্য, মুলসুরের উপর উপস্থাপনা এবং বিউটিসিয়ানদের অনুভূতি সহভাগিতা। - ফাদার আলবাট রোজারিও