বোর্ণী ধর্মপল্লীতে ১০৪ জন ছেলে-মেয়ের হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ

বোর্ণী শক্তিমতি কুমারী মারিয়া ধর্মপল্লীতে ১০৪ জন ছেলে-মেয়ের হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ

গত ২০ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের অর্ন্তগত বোর্ণী শক্তিমতি কুমারী মারিয়া  ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান অনুষ্ঠান।

দীর্ঘ দিনের আধ্যাত্নিক  প্রস্তুতির পর বিশপ জের্ভাস রোজারিও বোর্ণী ধর্মপল্লীতে  ১০৪ জন ছেলে-মেয়েকে হস্তার্পণ সাক্রামেন্ত প্রদান করেন। এতে বিশপ, ফাদার, সিস্টার মিলে প্রায় ৬০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। তাঁর সাথে ছিলেন  পাল- পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, ফাদার  মিন্টু যোহন রায়, ফাদার সুরেশ পিউরীফিকেন ফাদার শ্যামল গমেজ।

পবিত্র খ্রিস্টযাগের উপদেশ বাণীতে বিশপ জের্ভাস বলেন, “আজকে যারা হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ করবে আজ থেকে তোমরা হয়ে উঠবে পরিপূর্ণ খ্রিস্টান এবং একই সাথে তোমরা পবিত্র আত্মাকে লাভ করে তোমরা হয়ে উঠবে বলশালী। তোমাদের উচিত পবিত্র আত্মার প্রেরণায় পথ চলা সেই ভাবে জীবন-যাপন করা।

ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা বলেন, আজ অত্যন্ত আনন্দের সাথে আমাদের ধর্মপল্লীতে ছেলে-মেয়েরা হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ করেছে। তাই আমি ধন্যবাদ জানাই বিশপ মহোদয়কে কারণ তিনি ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন।

একই  সাথে যারা হস্তার্পণ প্রার্থীদের ধর্মশিক্ষা দিয়েছেন এবং প্রস্তুত করেছেন আপনাদেরও ধন্যবাদ জানাই। আর তোমরা যারা হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ করেছো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন।

পবিত্র খ্রিস্টযাগের শেষে হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণকারী ছেলেমেয়েদের  স্মৃতি কার্ড  প্রদানের মধ্যদিয়ে  অনুষ্ঠানের সমাপ্তি  ঘোষণা করা হয়। - ফাদার সুরেশ পিউরীফিকেশন