মহিলা অঙ্গন
মহিলা অঙ্গন
দুর্গাপূজার শেষ দিনে সিঁদুর খেলা আর মিষ্টিমুখে হাসি লুকিয়ে থাকে বিদায়ের কষ্ট। ঢাকের তালে তালে মা যখন বিদায় নেন, মন ভরে যায় শূন্যতায়। আনন্দের উৎসব শেষে রয়ে যায় শুধু প্রতীক্ষা—আগামী বছরের আশার।
তবে, মা কি সত্যিই চলে গেছেন আমাদের ছেড়ে নাকি তিনি আছেন আমাদের সাথে আমাদের ঘরে, আমাদের অতি আপনজন হয়ে। আপনি কি মনে করেন!!