কলকাতার চিঠি

কলকাতার চিঠি
একসময় মায়েদের হাতের আলপনা ছিল বাঙালির ঘরের সৌন্দর্য। আজ তার জায়গা নিয়েছে স্টিকার আর রঙোলি। তবে কি একদিন চির তরে বিলীন হয়ে যাবে আমাদের মায়েদের হাতের সেই নিপুন আলপনা। আসুক আজকের কলকাতার চিঠিতে দেখব সেই আলপনার ঐতিহ্যকে টিকিয়ে রাখার লড়াইয়ের গল্প। 
ধারা বর্ণনায়- ডরোথি রত্না গোমেস্