শ্রদ্ধাঞ্জলী – ফাঃ পি জে জোসেফ – কলকাতার চিঠি
এই নশ্বর পৃথিবীর মায়া কাটিয়ে বিগত ০৭ ডিসেম্বর কলকাতার চিত্রবাণীর অধিকর্তা এবং রেডিও ভেরিতাস এশিয়া – বাংলা বিভাগ কাউন্সিলের সচিব, ফাঃ পি জে জোসেফ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।
ফাঃ পি জে জোসেফকে অনেক মানুষ চেনেন একজন গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তি হিসেবে। তবে রেডিও ভেরিতাস এশিয়া – বাংলা বিভাগের সঙ্গে যুক্ত যারা, আমরা তাঁকে চিনি এই বাংলা বিভাগের একজন অত্যন্ত কাছের মানুষ হিসেবে।
আজ আসুন ফাঃ পি জে জোসেফের ওপর নিবেদিত ‘শ্রদ্ধাঞ্জলী’র এই অনুষ্ঠানটি দেখি ও শুনি। অনুষ্ঠানটিতে বিশেষ ভাবে সহযোগিতা করেছেন শ্রী অজয় কুমার সরকার, মহঃ এস এম নাজিম উদ্দিন এবং সিদ্ধার্থ ভট্টাচার্য। আমরা তাঁদের ধন্যবাদ জানাই।