প্রামাণ্যচিত্র - রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ

রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ নির্বাক মানুষের একটি কন্ঠস্বর । বর্তমানে এশিয়ার ২২টি ভাষায় মানুষের কাছে সত্যবাণী প্রচার করা হচ্ছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কেজন সিটিতে ১৯৬৯ খ্রিস্টাব্দে ১১ এপ্রিল এশিয়ার কাথলিক বিশপগণই রেডিও ভেরিতাস এশিয়া প্রতিষ্ঠা করেন।
বাংলা ভাষায়  আরভিএ এর সত্য বাণী প্রচারের পথ চলা শুরু হয় ১ ডিসেম্বর  ১৯৮০ খ্রিষ্টাব্দে। 
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগকে নিয়ে এই  প্রামাণ্যচিত্র ।

গ্রন্থনা : 
ফাদার নিখিল গমেজ

সম্পাদনা : 
রিপন আব্রাহাম টলেন্টিনু

ধারা বর্ণনা : 
মারর্লিন চৌধুরী

মিউজিক : 
তপন এন্টনি গমেজ
জেমস্ গনছালভেস

সহযোগিতায় : 
সুনীল পেরেরা
সিস্টার লাইলী রোজারিও, আরএনডিএম

পরিবেশনা : রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ

----------------------------------------------------

নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।
https://bengali.rvasia.org/

এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন । 
Facebook: http://facebook.com/veritasbangla
YouTube: http://youtube.com/veritasbangla
Twitter:  https://twitter.com/banglaveritas
Instagram: http://instagram.com/veritasbangla