আন্তর্জাতিক কলকাতা বইমেলা – কলকাতার চিঠি

হাতের মুঠোয় স্মার্ট ফোন। তার মধ্যেই যেন বন্দি গোটা পৃথিবী। ওটিটি থেকে সোশ্যাল মিডিয়ার হরেক প্ল্যাটফর্ম উন্মুক্ত করে দিয়েছে তথ্য, জ্ঞান ও বিনোদনের অফুরান ভাণ্ডার। তারপরেও ছাপা অক্ষরের প্রতি পাঠকের প্রেম অটুট। বছর বছর কলকাতা বইমেলার ক্রমবর্ধমান ভিড় সেটাই প্রমাণ করে।

আজ আসুন সদ্য সমাপ্ত কলকাতার বইমেলা আমরা ঘুরে দেখি এই কলকাতার চিঠিতে।

আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।