ক্ষুদ্র ভারত  – কলকাতার চিঠি

ক্ষুদ্র ভারত দেখতে কি সত্যি চান? দেখবেন কি ভারতের বুকে এক ক্ষুদ্র ভারতকে? ভারতের রাজধানী দিল্লিতে কিদোয়াই নগরে শ্রী অরবিন্দ মার্গে, আই এন এ মার্কেটের উল্টোদিকে পৌঁছলে আমরা পৌঁছে যাবো ভারতবর্ষের ছোট্ট একটি সংস্করণের সাক্ষী হতে।

আজ আসুন আমরা ঘুরে দেখি এই কলকাতার চিঠিতে, ক্ষুদ্র ভারতকে