কোন কাজই স্বার্থকতা পাবে না যদি না ঈশ্বর আমার সাথে সমর্থন না দেন। আমাদের জীবন ও কাজে ঈশ্বরের ইচ্ছা মেনে চললে আমরা ঈশ্বরের কাছের মানুষ হয়ে উঠি। অন্তর্ভুক্তি ও সংহতি ছাড়া প্রেমপূর্ণ মিলন সমাজ গড়া সম্ভব নয়।
সাধু আন্তনীর কাছে আমরা হারানো দ্রব্য ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করি। কিন্তু বর্তমান সময়ে আমাদের উচিত ঈশ্বরের সাথে হারিয়ে যাওয়া সম্পর্ক ও বিশ্বাস ফিরে পাওয়ার জন্য সাধু আন্তনীর মধ্যস্থতায় প্রার্থনা করবো।
সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করে সন্তুষ্টি প্রকাশ করে বলেছিলেন উত্তম হয়েছে। এরপর তিনি মানুষকে সমস্ত সৃষ্টির উপর কতৃর্ত্ব প্রদান করেন এবং সৃষ্টির যত্ন নিতে উপভোগ করতে বলেন। কিন্তু আমরা মানুষ সৃষ্টিকে উপভোগ করে যাচ্ছি। যত্নের কথা ভুলে গিয়েছি।
কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক বিশপ সুব্রতকে তার নতুন দায়িত্ব লাভের জন্য তাকে কারিতাসের পক্ষে অভিনন্দন জ্ঞাপন করেন ও তার জন্য প্রার্থনার প্রতিশ্রুতি দেন।
তোমরা সৌভাগ্যবান যে তোমরা সেন্ট যোসেফস্রে মতো স্বনামধন্য মিশনারী প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তোমরা সামনের দিকে এগিয়ে যাও শুভ হোক তোমাদের পথ চলা। এমন কিছু কর যাতে আমরা তোমাদের জন্য গর্ব করতে পারি। তোমরা ভাল মানুষ হও।
বিশ্বে অন্যান্য কারিতাসগুলোর মধ্যে কারিতাস বাংলাদেশ খুবই শক্তিশালি একটি সংস্থা। এটির কাজের মধ্যে নতুনত্ব রয়েছে। এই সংস্থা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দুর্যোগ হ্রাসে অবদান রাখছে।
চার ধর্মের চারজন বিশিষ্ট ব্যক্তি এবং সমাজের বিভিন্ন স্তরের পেশাদার ব্যক্তি যেমন শিক্ষক, আইনজীবী, ব্যাংকার, ব্যবসায়ী, প্রকৌশলী, সরকারী পরিচালক জনপ্রশাসন মন্ত্রনালয়, ও শিক্ষার্থীরা মিলে প্রায় ৬৫ জন অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ গ্রহণ কষ্টকর কিন্তু এর ফল সুমিষ্ট, আজকে যা শিখবেন আগামীকাল তা ফলপ্রসুভাবে শিখাতে পারবেন। তাই সকলকে আহ্বান জানাই উন্মুক্ত মনে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।