বাইবেল পাঠের মধ্য দিয়ে ঈশ্বর নিজেই ভক্ত শ্রোতাকে তাঁর বাণী শুনিয়ে তাঁর কাছে মানব পরিত্রাণের মর্মকথা স্পষ্ট করে তোলেন। খ্রীষ্টবাণী যেখানেই পড়ে শোনানো হয়, সেখানেই প্রভু যীশু নিজে তাঁর সেই বাণীর গুণে উপাসকদের মধ্যে উপস্থিত হন।
অন্যের দোষ ধরা খুবই সহজ, তাই না? এটা হতে পারে পরচর্চার মাধ্যমে এবং যারা আমরা তা করি বন্ধুদের গল্পের আসরে বা সহকর্মীদের কাজের ক্ষেত্রে। সমালোচনার একটি ভাল দিকও আছে যা অন্যের কাজের বিশ্লেষণ ক’রে তাদের বেড়ে উঠতে সহায়তা করে।