ভারতবর্ষে আগত প্রেরিতদূত টমাস

ভারতবর্ষে আগত প্রেরিতদূত টমাস

 

প্রেরিতদূত টমাসের পরিচয় পাওয়া যায় যোহন-রচিত মঙ্গলসমাচারে। তিনি ছিলেন বাস্তবপন্থী, মায়ার ছায়াতে। তিনি আশ্রয় নিতে চাননি। তাই যীশু যখন শেষ বারের মতো জেরুসালেমে আসেন, তখনও টমাস অন্য প্রেরিতদূতদের মতো যীশুর বিজয়-লাভের স্বপ্নে বিভোর ছিলেন না। তাই তাঁর কণ্ঠে উচ্চারিত হল – “চল, এবার আমরা প্রভুর সঙ্গে মরতে যাই।” তেমনি পুনরুত্থানের দিনে, শিষ্যেরা যাঁকে দেখেছেন, তিনি যে প্রেতাত্মা নন, তিনি যে স্বয়ং ক্রুশবিদ্ধ যীশু, এই প্রমাণ যখন পেলেন, তিনি তখনই পূর্ণতর বিশ্বাস নিয়ে সবার আগে যীশুকে ‘প্রভু ও ঈশ্বর’ ব'লে দ্বিধাহীন স্বীকৃতি জানালেন। সুপ্রাচীন ঐতিহ্য অনুযায়ী সাধু টমাস পারস্য ও দক্ষিণ ভারতে খ্রীষ্টবাণী প্রচার করেছেন এবং চেন্নাইয়ের কাছে শহীদ-মৃত্যু বরণ করেছেন। সিরো-মালাবার ও সিরো-মালাঙ্কার পূজন-রীতির অনুসারী খ্রীষ্টভক্তেরা তাঁকে তাদের মণ্ডলীর প্রতিষ্ঠাতা ব’লে স্বীকার করে।