অপরাজেয় ভারত সন্তান – নেতাজী সুভাষ চন্দ্র বসু

আমাদের জীবনকালে আমরা নানা মহান ব্যক্তিদের কথা আমরা বইতে পড়ি, লোকমুখে শুনি বা কখনো কখনো তাদের আমাদের নিজেদের চোখে দেখেও থাকি

ভারতের স্বাধীনতা সংগ্রামের শ্রদ্ধার এবং কিংবদন্তী নেতা – সুভাষ চন্দ্র বসু। বঙ্গ সন্তানের বীর বিপ্লবী তিনি। ভারতের পরাধীনতার গ্লানি মুছে দিতে তিন এক অতি উজ্জ্বল ও মহান ব্যক্তি। ভারতবর্ষকে মুক্ত করার ব্রতে ব্রতী হয়ে তিনি নির্দ্বিধায় তাঁর নিজের জীবন সঁপে দিয়েছিলেন। ২৩ জানুয়ারি ১৮৯৭ খ্রিষ্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। ভারত মায়ের এই নির্ভীক, বীর বিপ্লবীর কথা ভাবলেই আমাদের মাথা উঁচু হয়ে ওঠে, মনে আসে পরম ভালোবাসা এবং শ্রদ্ধা।

আজ মহৎ জীবন অনুষ্ঠানে আমরা শ্রদ্ধা জানাবো ‘অপরাজেয় ভারত সন্তান’ – নেতাজী সুভাষ চন্দ্র বসুর জীবনের কিছু ঘটনা শুনে এবং স্মরণ করে। আসুন তাহলে আমরা তা জানি।