শ্রোতাবন্ধুদের মতামতের উত্তরদানের আসর - আলাপন
আমাদের অনুষ্ঠান শুনে অনেকেই আপনারা মতামত লিখে থাকেন। প্রতিটা অনুষ্ঠানে করা মতামত আমরা পড়ে থাকি। সব ক্ষেত্রে আমরা পেরে উঠি না সবাইকে আলাদা আলাদা করে জবাব দিতে। এই আলাপনের আসরে আমরা নির্বাচিত কিছু অনুষ্ঠানে আপনাদের করা মতামত পড়ে থাকি এবং সরাসরি তার জবাব দিতে। এই ক্ষেত্রে বলতে হচ্ছে যে সব অনুষ্ঠানে আপনাদের মতামত পড়া না হলেও ভাববেন না যে আমরা আপনাদের কথা উপেক্ষা করে যাচ্ছি। আপনাদের প্রতিটা কথা আমাদের কাছে অতীব মুল্যবান।
আলাপনের এই অনুষ্ঠানে আজও শুনবেন বরাবরের মতো এবারও শ্রোতাবন্ধুরা নানা অনুষ্ঠান শুনে ও দেখে কি ভেবেছেন এবং Facebook ও Youtube এ Comment Box এ কি লিখেছেন তার ওপর আমাদের উত্তরদানের আসর।