বাতাসে – বিষ – পরিবেশ ও আমরা
পৃথিবী আজ দুষিত এবং এই দূষণের পরিমাণ কম নয়। বিংশ শতাব্দীতে পা রেখেই মানুষ সম্মুখীন হয়েছে এক নতুন ধরণের বায়ু দূষণের। আমরা খুব একটা অবশ্য এই দূষণের সাথে পরিচিত নই যেহেতু এই দূষণটি মূলত বড় শহর বা শিল্পাঞ্চলে হয়ে থাকে। ইংরেজিতে এই দূষণটাকে বলে স্মগ আর বাংলায় তাই হল ধোঁয়াশা। এই স্মগের দূষণের জন্য কি ক্ষতি হয়ে থাকে সেই প্রসঙ্গে আসুন কিছু মূল্যবান কথা আমরা জানি।