লাউদাতো সি’র পরিপ্রেক্ষিতে দূষণ যখন পুকুরে – চেতনা
পোপ ফ্রান্সিস তাঁর জীবনকালে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে ২০১৫ খ্রিস্টাব্দে তাঁর দীর্ঘ এনসাইক্লিকাল লাউদাতো সি’ পত্রে আমাদের পৃথিবী অর্থাৎ আমাদের সাধারণ গৃহের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বর্তমান মহামান্য পোপ চতুর্দশ লিও বলেছেন আমাদের পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে ছোট ছোট ব্যাপারগুলোর ওপর যা আমাদের পরিবেশের ক্ষতি করছে ধীরে ধীরে।
মানুষের জীবনে পান করার জল ছাড়াও অনেক কাজেই জলের প্রয়োজন হয়। গ্রামের পানীয় জল ছাড়া বাকি সব কাজের জলের উৎস হল পুকুর। অনেক ক্ষেত্রেই এই পুকুরের জল নানা ভাবে দূষিত হয়ে পরিবেশের ক্ষতি করে থাকে। আর আমাদের অজান্তেই আমরা সেই জল ব্যবহার করে থাকি।
আসুন এই চেতনার আসরে জানি লাউদাতো সি’র পরিপ্রেক্ষিতে পুকুরে যখন দূষণ সেই প্রসঙ্গে কিছু কথা।