কলকাতার চিঠি - শতাব্দী প্রাচীন ফুল বাজার
কলকাতা শহরের গর্ব হাওড়া ব্রিজ। ঠিক ব্রিজে ওঠার মুখে নিচেই আছে এশিয়ার বৃহত্তম ফুলের বাজার যার নাম মল্লিক ঘাট ফুলের বাজার। এই ফুলের বাজার গড়ে উঠেছে একদম হুগলী নদীর পাড়ে। প্রায় ১৩০ বছরের পুরনো এই ফুলের বাজার। ১৮৫৫ খ্রিষ্টাব্দে রামমোহন মল্লিক তাঁর বাবা, নিমাই চরণ মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে হুগলী নদীর পাড়ে মল্লিক ঘাট নির্মাণ করেন।
আজ আসুন এই কলকাতার চিঠি অনুষ্ঠানে আমরা কলকাতার শতাব্দী প্রাচীন ঐতিহ্য মণ্ডিত মল্লিক ঘাট ফুল বাজার সম্পর্কে সমৃদ্ধ হই।
আর এই প্রতিবেদনটি দেখা ও শোনার পর এই প্রসঙ্গে আপনার মতামত লিখে জানান নিচে Comment Box এ এবং একটি Like দেবেন ও অনুষ্ঠানটি Share করে নিন এবং আপনার পরিচিত Groups গুলোতেও Share করে দিন যাতে এই বিষয়গুলো মানুষ জেনে উপকৃত হয়।
আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।
Please Like, Comment and Share this Program on your Wall for others to view.