রবিবাসরীয় ও ভাষ্য এই বিভাগে দুই প্রকার অনুষ্ঠান প্রচারিত হয়। একটি হল ভেরিতাসের আসর, যেখানে বাইবেলের বিভিন্ন বাণী নিয়ে পর্যালোচনা করা হয়। অপরটি হল ভক্তিগীতির আসর, যেখানে বিভিন্ন খ্রীষ্টীয় ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা হয়।