ভক্তিগীতি - নূতন আদেশ দিলাম আমি,যে ভাবে ভালবেসেছি

হারমোনিয়াম: চৈতী ত্রিপুরা
তবলা : ক্যাথি মৃ
কষ্ঠ : সিমা ত্রিপুরা, সুরঞ্জনা কুজুর, ইতি চাম্বৃগং, জয়ন্তী চিসিম
সিস্টারস অফ চ্যারিটি অফ সেন্ট ভিনসেন্ট ডি পল সম্প্রদায়
-------------
নূতন আদেশ দিলাম আমি,যে ভাবে ভালবেসেছি.
তোমরা সবে সেই ভাবে,পরস্পরকে ভালবাসবে..
শেষ ভোজ থেকে উঠলেন যীশু,এক পাত্রে জল ঢেলে নিলেন
শিষ্যদের পা ধৌত করে,এই আদর্শ দিয়ে গেলেন..
আমি প্রভু ও গুরু হয়ে কি যে করলাম তা কি বুঝলে?
এই আদর্শ তোমাদের দিলাম যেন তোমরাও তেমনি কর।
যীশু পিতরের কাছে এলে, পিতর বললেন: প্রভু আমার
আপনি আমার পা ধুয়ে  দেবেন?
যীশু তাকে উত্তর দিলেন। 
যদি না ধুয়ে দি তোমার পা,তোমায় আমায় থাকবে না যোগ..
এখন আমার কাজ বোঝে না ,একদিন তুমি বুঝতে পারবে..
আমি প্রভু ও গুরু হয়ে, তোমাদের পা যখন ধুয়েছি.
 তোমাদেরও কত না উচিত,ভ্রাতাদের পা ধুয়ে দেওয়া..
প্রভু যীশু শিষ্যদের বললেন,পরস্পর যদি ভালবাস
তাতে সবাই বুঝতে পারবে..তোমরা যে আমারি শিষ্য..
 তোমাদের অন্তরে বিরাজুক,এই তিন গুন: বিশ্বাস আশা ও প্রেম
ইহলোকে এই তিন গুনে রয়েছে
তবে সবার উপরে প্রেম..