অনুচিন্তন

আমাদের জীবন পথে একদিকে রয়েছে ত্যাগ, সাধনা ঈশ্বরের প্রতি একনিষ্ঠ ভালোবাসা এবং প্রার্থনাময় জীবন। ঠিক একইভাবে অন্যদিকে রয়েছে পাপময় জীবন যেখানে না চাইতেই সবকিছু খুব অনায়াসে পাওয়া যায়।

আসুন আজকে আমরা একটু চিন্তা করি, একটু নিজেদেরকে জিজ্ঞাসা করি যে, কোন পথে গেলে আমরা যথার্থ অর্থে মোক্ষ লাভ করতে পারব বা ঐশ্বরিক কৃপা লাভ করতে পারব। সর্বোপরি স্বর্গ সুখ লাভ করব।

সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনা, সম্পাদনা, পরিচালনা ও প্রযোজনায় আপনাদের সাথে রয়েছি আমি তেরেজা রোজারিও। ঈশ্বরের আশীর্বাদ আপনাদের প্রত্যেকের উপর নিত্য বর্ষিত হোক।