জীবনের মূল্যবোধ বৃদ্ধি পাবে কি করে? - অনুচিন্তন - আজকের ভাবনা
আমরা মানুষ। মানুষ ভাবনা-চিন্তা ছাড়া থাকতে পারে না। সারাদিনে আমরা চলতে, ফিরতে, কাজ করতে করতে কত কিছুই না আমরা চিন্তা করে থাকি। বলতে দ্বিধা নেই আমাদের সব ভাবনা-চিন্তা যে ভালো বা হিতকর তা কিন্তু নয়। আমাদের ভেতরে আছে অবচেতন মন। আমরা যা যা ভাবনা-চিন্তা করি তা কিন্তু আমাদের অলক্ষ্যে গিয়ে জমা হয় এই অবচেতন মনে। আর ভবিষ্যতে কোন না কোন দিন তা আমাদের ব্যবহারে, কাজে, স্বভাবে প্রকাশ পেয়ে যায়। আমাদের তাই উচিৎ প্রতি মাসে কটা দিন একটু সময় করে আমরা ভালো কিছু কথা শুনি, বিচার করি এবং ভাবি যাকে এক কথায় বলা যায় ‘অনুচিন্তন’ করি।
আজ আসুন আমাদের এই ‘অনুচিন্তন’ অনুষ্ঠানে আমরা কিছু কথা শুনি, বিচার করি এবং ভাবি।
আর এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই Like, Comment ও Share করবেন আপনার facebook Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে।