অনুচিন্তন
অনুচিন্তন
আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো চাওয়া এবং পাওয়া। তবে, এই চাওয়া পাওয়া সব সময় আমাদের জীবনে এক রকম থাকে না। কখনো আমরা আমাদের জীবনে সেই আকাঙ্ক্ষিত বিষয়বস্তুগুলি পাই আবার কখনো পাইনা এবং না পাওয়ার ফলে আমরা বিষন্ন হয়ে যাই।
আপনি কি মনে করেন যা কিছু আপনি পাননি তা কি আপনার জীবনে অনেক বেশি গুরুত্ব রাখে!! নাকি ঈশ্বরের ওপর আপনি পূর্ণ আস্থা স্থাপন করতে পারেন সেই কঠিন মুহূর্তেও।
আসুন আজকে আমরা ঈশ্বরের ওপর আমাদের সেই আস্থাকে আরেকবার যাচাই করে দেখি।
আনন্দ উৎসবের কিছু অংশ দেখব।