বিশ্ব দরিদ্র দিবস” উপলক্ষ্যে পুন্যপিতা পোপ ফ্রান্সিস ভাটিকানের রোমের ৬ষ্ঠ পল অডিয়েন্স হলে ভাটিকানের রোমে অবস্থিত ১৩০০ ( এক হাজার তিনশত) জন দরিদ্রদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন।
আসুন আমরা তাদের আত্নার কল্যানে প্রার্থনা করি যেন তারা স্বর্গে সকল সাধু - সাধ্বীদের সাথে মিলিত হয়ে এবং জয়গানে মুখরিত হয়ে, আমাদের জন্য আনন্দচিত্তে প্রার্থনা করতে পারে যেন আমরাও মৃত্যুর পরে তাদের সানিধ্যে বসবাস করতে পারি।
পোপ ফ্রান্সিস, বিশ্বে শান্তি ও ক্ষমার বানী প্রচারের জন্য পবিত্র আত্মার দ্বারা পরিচালিত একটি নম্র এবং সিনোডাল খ্রীষ্টমণ্ডলীর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
পুন্যপিতা পোপ ফ্রান্সিস তিমুর - লেস্তে তার পালকীয় সফর শেষে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন। তার এই বর্ষীয়ান অবস্থায় বারো দিনের সফরের মধ্যে সিঙ্গাপুর সফরের মধ্য দিয়ে তার এই পালকীয় সফর যাত্রা শেষ হবে।