সংবাদ তেজগাঁও হলি রোজারী গির্জা লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণের ঘটনায় বাংলাদেশ কাথলিক মণ্ডলীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ বাংলাদেশের খ্রিস্টানগণ এই ঘটনায় ভীষণভাবে আতঙ্কিত ও উদ্বিগ্ন। বিগত তিনশত বছরেরও বেশী সময় ধরে তেজগাঁও এলাকায় খ্রিস্টান জনগোষ্ঠীর বসবাস। বাংলাদেশে বিদ্যমান গীর্জাগুলোর মধ্যেও তেজগাঁও গীর্জাটি প্রাচীনতম।
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের শ্রোতা সম্মেলন, আরভিএ দিবস ও যিশু খ্রিষ্টের জন্মের জুবিলী বর্ষ উদযাপন