নিখিল সাধু সাধ্বীদের পর্ব দিনে ঈশ্বরের কাছে পবিত্রতা লাভের জন্য পোপ ফ্রান্সিসের আহ্বান
নিখিল সাধু সাধ্বীদের পর্ব দিনের দূত সংবাদ প্রার্থনা চলাকালীন সময়ে পুণ্য পিতা পোপ ফ্রান্সিস উপস্থিত খ্রীষ্টভক্তদের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন তুলে ধরে বলেন “আমি কি পবিত্র জীবন লাভের জন্য ঈশ্বরের কাছে প্রতিনিয়ত প্রার্থনা জানাই! আমি কি পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করতে নিজেকে অনুপ্রাণিত করে তুলতে পারি? আমি যে পরিবেশে বাস করি সেই পরিবেশে বাইবেলের প্রত্যেকটি বাণী কার্যকরী করে তুলতে আমি কি প্রতিশ্রুতিবদ্ধ?
পোপ ফ্রান্সিস অনুধাবন করেন যে পবিত্রতা হল ঈশ্বর প্রদত্ত একটি উপহার। এই প্রসঙ্গে তিনি সাধু পলের কথার পুনরাবৃত্তি করে বলেন যে “শুধুমাত্র ঈশ্বরের কাছেই আমরা পবিত্রতা লাভের জন্য যাচনা করতে পারি এবং আমাদের হৃদয় তাঁর হৃদয়ের সাদৃশ্য করে তোলার জন্য নিবেদন করতে পারি।
পোপ ফ্রান্সিস আরও বলেন “শুধুমাত্র ঈশ্বরই আমাদের এই অনুগ্রহ দান করতে পারেন। ঠিক যেমন তিনি আমাদের ভালোবাসেন সেই একই রকম ভালোবাসা অন্যদের দিতে যে সমস্ত বাধা আমাদের জীবনে আসে, সেই বাধা থেকে মুক্তি লাভ করতে একমাত্র তিনিই আমাদের সাহায্য করেন।
পুণ্য পিতা আরও জোর দিয়ে বলেন যে “ঈশ্বর আমাদের তাঁর পবিত্রতা দান করে চলেছেন। তবে, তা কখনো তিনি আমাদের ওপর চাপিয়ে দেন না। এই পবিত্রতা তিনি আমাদের মধ্যে বপন করেন। তিনি আমাদের মধ্যে উপস্থিত সেই পবিত্রতাকে আস্বাদন করাতে চান এবং এর সৌন্দর্য দেখাতে চান। তিনি সর্বদা আমাদের অপেক্ষায় থাকেন।
ঈশ্বর আমাদের তাঁর ভালো কাজগুলির অংশ হতে আমাদের উৎসাহিত করে তোলেন, তাঁর পরিকল্পনার মধ্যে অংশগ্রহণ করার জন্য আমাদের উৎসাহিত করেন, তাঁর অনুভূতিগুলিকে উপলব্ধি করতে সাহায্য করেন এবং অন্যদের সাহায্য করতে আমাদের অনুপ্রাণিত করে তোলেন।
তিনি কলকাতার সাধ্বী মাদার তেরেসার উপমা দিয়ে বলেন “মাদার তেরেসার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যিনি দীন দরিদ্র মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন।
পুণ্য পিতা সাধু সাধ্বীদের জীবনী আলোকপাত করে বলেন “তাঁরা ঈশ্বরের অনুগ্রহ দ্বারা পরিপূর্ণ ছিলেন, তারা তাদের প্রতিবেশীদের প্রতি অনেক বেশি যত্নশীল ছিলেন।
তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন “কিভাবে আপনারা ব্যক্তিগত এবং ব্যবহারিক জীবনে সাধু সাধ্বীদের জীবন দ্বারা অনুপ্রাণিত হতে পারেন তা, অনুধাবন করুন। আসুন, আমরা মা মারিয়ার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের এই পবিত্র জীবন লাভ করতে সহায়তা করেন।“ প্রতিবেদন- ভ্যাটিকেন নিউজ, অনুলিখন তেরেসা রোজারিও