কলকাতার সেক্রেড হার্ট গির্জাতে অনুষ্ঠিত হল দাম্পত্য জীবন সমৃদ্ধকরণ সেমিনার

সেক্রেড হার্ট গির্জাতে দাম্পত্য জীবন সমৃদ্ধিকরণের সেমিনার

গত ১ মে ০২৪ খ্রিষ্টাব্দ, কলকাতা মহা ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীর দম্পতিদের দাম্পত্য জীবন সমৃদ্ধিকরণের জন্য সেমিনার অনুষ্ঠিত হ কলকাতার সেক্রেড হার্ট গির্জার হলি ফ্যামিলি সেন্টারে  

এই আলোচনা সভার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব ছিলেন ফাদার পিপেন এবং মডারেটর ছিলেন শ্রী ক্রিস্টোফার গডফ্রে প্রতিপাদ্য বিষয় ছিল “আমার ভালোবাসায় পরিপূর্ণ হও

আলোচনা সভার শুরুতে শ্রী রবার্ট এবং শ্রীমতি পিয়ালী সিং ভালোবাসার উপর বাইবেলের বিভিন্ন অংশ  তুলে ধরে বলেন ভালোবাসা চিরসহিষ্ণু, চির মধুর, ভালবাসায় কখনও ঈর্ষা জন্ম নেয় না, ভালোবাসা কখনও স্বার্থপর হয় না অন্যদিকে ভালোবাসা সত্যের সাথে আনন্দ করে; ধৈর্যের সাথে সকল প্রতিকূলতাকে জয় করতে সাহায্য করে(১করিন্থীয় ১৩:৪-৭)

ওনারা আরও বলেনআমরা নিজেরা কখনোই ভালবাসতে পারি না তবে,  পবিত্র আত্মার শক্তিতে নিঃস্বার্থভাবে ভালোবাসা সম্ভব

অন্য আরেকটি দম্পতি বক্তা স্টিফেন এবং ভেরোনিকা ডলবি বলেন বিবাহের ক্ষেত্রে একে অপরের প্রতি গ্রহণযোগ্যতা, ক্ষমা করা এবং পরস্পরের প্রতি ভালবাসা অত্যন্ত প্রয়োজন। আমাদের একে অন্যকে গ্রহণ করার জন্য আমাদের পরিমিত মাপকাঠির বাইরে যেতে হবে, ঠিক যেমন আমরা পাপী হওয়া সত্ত্বেও ঈশ্বর আমাদের ভালোবেসে তাঁর এক একমাত্র পুত্রকে দান করেছিলেন(রোমীয় :-)

এছাড়া একটি খ্রিস্টীয় পরিবারের অংশ রূপে একসাথে প্রার্থনা করা এবং সন্তানদের গির্জাতে নিয়ে যাওয়া এবং তাদের অন্যান্য বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হল খ্রিস্টান সম্প্রদায় তথা পারিবারিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ "আমি দুঃখিত" এই কথাটি বলার থেকে আমাকে ক্ষমা করে দাও এই কথাটি বলা অনেক বেশি গুরুত্ব রাখে আমাদের পারিবারিক জীবনে।“

এরপর মডারেটর শ্রী ক্রিস্টোফার গডফ্রে থিমের উপর গুরুত্ব দিয়ে প্যানেল আলোচনায় প্রশ্ন রাখেন "অতিবাহিত হওয়া দাম্পত্য জীবনের সঙ্গে ভালোবাসার গভীরতা কতটা নির্ভরশীল? এই আলোচনা সভার বক্তারা ছিলেন সুদীপ্ত দে, কল্পনা ডি’ক্রুজ, কুমার রেড্ডি, আনন্দ কুজুর এবং মার্কাস কিস্কু।

সকল বক্তারা জোর দিয়ে বলেন যে, বিবাহিত জীবন যত দীর্ঘ হয় নিজেদের মধ্যে তত বেশি ভালোবাসার গভীরতা বৃদ্ধি পায়।তবে, দম্পতিরা যদি তাদের অহং ত্যাগ করার জন্য সচেষ্ট হন এবং যে কোনও সময় একে অন্যকে ক্ষমা করতে প্রস্তুত থাকেন তবেই তা সম্ভব।

এরপর ফাদার পেপিন এই ধরনের 'দম্পতি সমৃদ্ধকরণ সেমিনার' আগামী মাসগুলিতে অন্যান্য ডিনারিতেও পরিচালনা করার আশ্বাস দান করেন।

সবশেষে ঐশ করুনার আধার প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়- সিস্টার আলমা মন্টিরো